ছয় সাত মাস বাদেই এস.এস.সি পরীক্ষা। এখন একটু পড়াশোনায় মন দেয়া উচিত, এটা বাপ্পা বুঝতে পারে। কিন্তু বন্ধুদের সঙ্গে মেতে উঠলে কিছুতেই আর মনটাকে বাগে আনতে পারেনা সে। আজকের ব্যাপারটাও তাই। ক্রিকেট খেলছিল সব বন্ধুরা মিলে। কখন সন্ধ্যা হয়ে গেছে টেরই পায়নি ওরা কেউ। সন্ধ্যার পরেও বেশ কিছুক্ষণ বাইরেটা আবছা আলোয় ভরা থাকে।
যখন আলোটা বল দেখারও অযোগ্য হয়ে গেল, তখন সবার হুঁশ হল যে অন্ধকার হয়ে যাচ্ছে। অথচ ম্যাচটা শেষ হলনা। কিন্তু কি আর করা। বল দেখতে না পেলে খেলাতো অসম্ভব। খেলা ভঙ্গ হবার পর বাপ্পার মনে পড়ল আজ কপালে মা’র বকুনি আছে। ঐ ভদ্র মহিলার কাছে জীবন মানে যেন একটা রুটিন। সে ক্লাস টেনের ছাত্র। অতএব, মহিলার হুকুম, সন্ধ্যায় নিয়ম করে পড়তে বসতে হবে। একটুও এদিক ওদিক হবার জো নেই।



Reviews
There are no reviews yet.